ASANSOLKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

শিল্পাঞ্চলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হল

বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল: বিদ্রোহি কবি নজরুলের  জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হল আসানসোল শিল্পাঞ্চলে ৷ এদিন আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আশ্রম মোড়ে নজরুলের মূর্তিতে মাল্যদান করেন পুরনিগমের চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জি, প্রশাসক বোর্ডের সদস্য় অভিজিৎ ঘটক,  রবিউল ইস্লাম সহ আরো অনেকে ৷ তবে লকডাউন  পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয় ৷ 

অন্য়দিকে রানীগঞ্জে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার মাল্য়দান করেন বোর্ড সদস্য় পূর্নশশি রায়।

  রানীগঞ্জ সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ে  বাগানে থাকা কবি কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে পুষ্প অর্পণ করে বিদ্যালয়ের শিক্ষকরা কবিকে শ্রদ্ধা জানান। এরপরে সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শিশু বাগানে কাজী নজরুল ইসলামের প্রতিমার প্রতি শ্রদ্ধা জানান।করোনার কারণে, এই প্রোগ্রামটি গত দুই বছর ধরে ছাত্রছাত্রী ছাড়াই হয়ে আসছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপস কুমার চ্যাটার্জি বলেন যে এবারও করোনার কারণে শিক্ষকরা শিক্ষার্থী ছাড়াই কবিকে স্মরণ করে এই দিনটি পালন করলেন।

নিয়ামতপুর নজরুল উদ্যানে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
জন্মজয়ন্তী

কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড নজরুল উদ্যানে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ।এদিন
কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমএর প্রশাসক সদস্য মির হাশিম। এবিষয়ে মির হাশিম বলেন যে একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্য দিকে করোনার মত মহামারী তাই পৌরনীগমের নির্দেশে সমস্ত অনুষ্ঠান বাতিল করে কেবল পুষ্পস্তবক অর্পণ করে কবিকে শ্রদ্ধা জানান হল।

Leave a Reply