ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

অতিরিক্ত ফি মুকুবের দাবিতে জেলা শাসকের অফিসে স্মারকলিপি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অতিরিক্ত ফি মুকুবের দাবিতে কন্যাপুরে জেলা শাসকের অফিসে স্মারকলিপি প্রদান করেন ।এদিন তারা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি মুকুবের দাবিতে আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের অফিসে স্মারকলিপি দিলো একদল পড়ুয়া।শনিবার দুপুরে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।

পড়ুয়াদের মধ্যে সাম্য ভট্টাচার্য বলেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে 3200 টাকা করে অতিরিক্ত ফি চাওয়া হয়েছে।বর্তমান পরিস্থিতিতে সেই ফি দেওয়ার ক্ষমতা নেই।তারা এতদিন কম ফি দিয়ে এসেছে তাই তাদের পক্ষে এত বেশি ফি দেওয়া সম্ভব নয় আর তাই এদিন এই বিষয় নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েলকে স্মারকলিপি তুলে দেন প্রায় বহু ছাত্র ছাত্রী । তাদের মূল দাবি অবিলম্বে এই ফি মুকুব করা হোক।নাহলে তারা আরো বৃহত্তম আন্দোলন এর পথে যাবে ।

Leave a Reply