ASANSOLBengali News

করোনা আবহে আসানসোল গ্রামের সুভাষ সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির, উদ্বোধন করলেন অভিজিৎ ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা আবহে রক্তসংকট অব্যাহত রয়েছে সারা রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে। এদিকে থ্যালাসেমিয়া থেকে শুরু করে বিভিন্ন আপদকালীন ঘটনা ও রোগীদের রক্তের যোগান দিতে বদ্ধপরিকর বিভিন্ন ক্লাব এবং সমাজ সেবামূলক প্রতিষ্ঠানগুলি। শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিবস উপলক্ষে
আসানসোলের ৪৫ নম্বর ওয়ার্ডের আসানসোল গ্রামে বড় শিবমন্দিরের কাছেই সুভাষ সমিতির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ড এর সদস্য অভিজিৎ ঘটক। তিনি রক্তদাতাদের হাতে রক্তদানের শংসাপত্র তুলে দেন।

করোনা পরিস্থিতিতে উল্লেখযোগ্যভাবে রক্তদান অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের পাঠানো রক্তদানের জন্য বিশেষভাবে তৈরী শীততাপনিয়ন্ত্রিত ব্লাড মোবাইল বাসে। রক্তদাতারা সেখানে স্বেচ্ছায় রক্ত দান করেন।
রক্তদান শিবিরে মোট ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
আসানসোল কর্পোরেশন এর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সুভাষ সমিতির প্রেসিডেন্ট বাচ্চু রায়, সেক্রেটারি অসিত বরণ রায়, আসানসোল জেলা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট ও সংগঠনের সদস্য কঙ্কন রায়, সমর রায় শ্রীমান রায় তনু দত্ত কল্লোল রায় প্রমুখ।

Leave a Reply