ASANSOLBengali News

লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হল দক্ষিণ থানার পুলিশ, আটক করা হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য সরকারের তরফে আংশিক লক ডাউন আগামী ১৫ ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এদিকে অনেকাংশেই লক ডাউন অমান্য করে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর মানুষের মধ্যে। আসানসোল শিল্পাঞ্চলে পুলিশ প্রশাসন এই প্রবণতাকে থামাতে কঠোর হয়ে রাস্তায় নামল।

abhijit-chatterjee

শুক্রবার রাতে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইন ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ চেকিং ড্রাইভ চালানো হয়। অভিজিৎ চ্যাটার্জি বলেন যে, যারা রাজ্য সরকার থেকে জারি করা লকডাউন মানেন নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরে ২৫ জনকে প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়। শুক্রবার রাতে অযথা উদ্দেশ্যহীনভাবে ইতিউতি ঘুরতে থাকা সন্দেহজনক মানুষদের পুলিশ টিম এর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের লক ডাউন কে অমান্য করে বাইরে বেরোনোর ​​সঠিক কারণ জিজ্ঞাসা করেন। যারা প্রমাণসহ সঠিক উত্তর দেননি তাদের হেফাজতে নেওয়া হয়। এরই সঙ্গে তিনি বলেছিলেন যে আসানসোলের লকডাউন অমান্য করে যারা ধরা পড়বেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

read also ADPC এর ৩৪ জন সাব- ইন্সপেক্টরকে অন্য জেলায় বদলি 

read also শিল্পাঞ্চলে করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি , তবে বিপদ এখনো কাটেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *