ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

অভিযুক্ত তান্ত্রিক রবিন গরাই গ্রেফতার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দীপ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ : অবশেষে চার দিনের মাথায় পুলিশের জালে ধরা পরল বছর চারেকের শিশু কন্যার সাথে অত্যাচার চালানো তান্ত্রিক রবিন গরাই। রানীগঞ্জের 36 নাম্বার ওয়ার্ডের শালডাঙ্গা বড়দইয়ের ভাড়া বাড়িতে প্রতিবেশী ভাড়াটিয়ার বছর চারেকের শিশুকন্যাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির সদস্যদের অনুপস্থিতি সুযোগ নিয়ে সেই শিশু কন্যার সাথে পাশবিক অত্যাচার চালায় বলেই অভিযোগ। এই ঘটনার পরপরই ওই শিশু কন্যার পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় ওই শিশু কন্যাকে উদ্ধার করে রানীগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়, পরে রবীন গরাই নামে ওই তান্ত্রিক এর নামে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পাওয়ার পরপরই রানীগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত এর বিরুদ্ধে খোঁজ তল্লাশি করতে গেলেও অভিযুক্ত তান্ত্রিক চম্পট দেয় এলাকা থেকে।

অবশেষে দীর্ঘ চারদিন পর ওই তান্ত্রিকের হদিস পেল রানীগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই রানীগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত রবীন গরাই এর বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত ওই তান্ত্রিক জামুড়িয়ার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাড়ুল এলাকায় নিজের বোনের বাড়িতে আত্মগোপন করেছিল। শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে তাকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যা নাগাদ তাকে শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় আলগড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Leave a Reply