Bengali NewsRANIGANJ-JAMURIA

জামুরিয়ায় দুর্ঘটনাঃ

বেঙ্গল মিরর, জামুড়িয়া,চরন মুখার্জি ঃ- বৃহস্পতিবার জামুড়িয়ার চাকদোলা মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে একটি মাল বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল এক বাড়ির ভেতর। সেই সময় বাড়ির মধ্যে কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সদস্যরা। এদিনের এই ঘটনায় বাড়ির সামনে থাকার দোকান সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেয় ওই মাল বোঝাই ডাম্পটি। বৃহস্পতিবার রাতে গোটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। দুর্ঘটনার পরপরই ওই ডাম্পারের চালক ও খালাসী ডাম্পার ছেড়ে চম্পট দেয়। জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির পুলিশ ডাম্পার টি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

Leave a Reply