ASANSOLASANSOL-BURNPURBusinessRANIGANJ-JAMURIA

নরেশ আবার সভাপতি ও শম্ভুনাথ চেম্বার অফ কমার্স এর সম্পাদক নির্বাচিত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : নরেশ আগরওয়াল আবারও প্রেসিডেন্ট এবং শম্ভুনাথ ঝা আসানসোল চেম্বার অফ কমার্স এক্সিকিউটিভ কমিটির ২০২০-২২-এর সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন। লক্ষ্যণীয় বিষয় হলো নির্বাচনের দিন মোট ৩৫৫ টি ভোট পড়েছিল । মোট ভোটার ছিল ৫৪১ জন। নির্বাচন প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন জগদীশ প্রসাদ কেডিয়ার অধীনে সতীশ শেঠ, জগদীশ বাগরি।

চেম্বার 2020-22 এর সূচি :

প্রেসিডেন্ট – নরেশ আগরওয়াল

সেক্রেটারি – শম্ভুনাথ ঝা

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – ওমপ্রকাশ বাগরিয়া

ভাইস প্রেসিডেন্ট – 1. বিনোদ কুমার গুপ্তা, 2. সতপাল সিং কির পিনকি,

জয়েন্ট সেক্রেটারি – 1. বিনয় শর্মা, 2.সুনীত দাস

ট্রেজারার – অলোক কুমার ধর

জয়েন্ট ট্রেজারার – সন্তোষ দত্ত

22 কার্যনির্বাহী সদস্য

২২ কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন মুকেশ টোডি, সুব্রত চ্যাটার্জী (বুলু দা), হর্ষ
খানডেলওয়াল, সুদীপ আগরওয়াল, নিরঞ্জন আগরওয়াল, গৌরীশঙ্কর আগরওয়াল, সুনীল কুমার মুকিম, শঙ্কর শর্মা, হরি নারায়ণ আগরওয়াল, জিগনেশ প্যাটেল, বিনোদ কেডিয়া, অশোক আগরওয়াল, সত্যনারায়ণ আগরওয়াল, বিশাল গুপ্ত , অভয় বরনওয়াল, সি মুরালি, রাজু আগরওয়াল, সুনীল সোনকর, অজয় ​​সাহা, অজয় ​​গুপ্ত, দীনেশ পোদ্দার, সুনীল কুমার, অমিত আগরওয়াল ।

Leave a Reply