ASANSOL

প্রয়াণ দিবসে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন

বেঙ্গল মিরর, আসানসোল ঃ স্বাধীনতা  সংগ্রামী বিরসা মুন্ডার 121 তম প্রয়াণ  দিবসে আসানসোল পুরনিগমের ওয়ার্ড  ৩৮ কালিপাহাড়ি এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এখানে মাল্য়দান করা হয়।  তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি মনোজ হাজরা  বলেন প্রয়াণ দিবসে ওনাকে  সহস্রকোটি  প্রণাম জানাই ।  উপস্থিত ছিলেন সনজিৎ কোড়া ,অজিত কোড়া, দীপক কোড়া, পিন্টু কোড়া,  গোবিন্দ হসদা,দুর্গাদাস শাহানা, নিতাই যশ ,জামসেদ আলম প্রমুখ।

Leave a Reply