DURGAPUR

অবৈধ মদের 237 টি বোতল সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কাঁকসার থানার অন্তর্গত গোপালপুর এলাকায় গত কয়েক মাস ধরে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও আবগারি দফতর যৌথভাবে হানা দিয়ে দেশি ও বিদেশী দোকানে অভিযান চালায় যার ফলে বহু মদের বোতল আটক জরা হয়েছে বলে সূত্র মারফত যানা যায়।গোপন সূত্রে খবর পেয়ে গোপালপুরের উত্তর পাড়ার বাসিন্দা দীপঙ্কর ভৌমিক এর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে প্রচুর বেআইনি দেশি বিদেশি মদের বোতল গুলি আটক করেছে পুলিশ ।তবে পুলিশ আসার খবর পেয়েই দীপঙ্কর ভৌমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তবে বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দীপঙ্কর ভৌমিক কে গোপালপুর এর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে পুলিশ দীপঙ্কর ভৌমিককে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে প্রায় ২৩৭ টি দেশী ও বিদেশী মদের বোতল পাওয়া গেছে তারা বাড়ি ও বিভিন্ন এলাকা থেকে। কয়েক মাস ধরে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply