ASANSOLKULTI-BARAKAR

মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :-  পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আসানসোল উত্তর থানার জুবিলী পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় আসানসোল উত্তর ব্লকের এস এম মুস্তাফা, মানব মন্ডল,  আসানসোল দক্ষিণ ব্লকের যুব কংগ্রেসের সভাপতি সাহ আলম ছাড়া উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি। পরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে মোদি সরকারের কুশপুত্তলিকা জ্বালানো হয়। এই বিক্ষোভ কর্মসূচি তে পেট্রল ও ডিজেলের যে হারে নিত্যদিন দাম বেড়ে চলেছ তার জের দ্ৰব্যমূল্যর বৃদ্ধি হচ্ছে বৃদ্ধিপাচ্ছে নিত্যপ্ৰয়োজনীয় জিনিসের দামের ।

বিজেপি সরকার দেশবিরোধী নীতি গুলো সাধারণ মানুষ কে ভুগতে হচ্ছে তাই এ আই সি সি নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্যে ও জেলা ব্লকে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান প্রসেনজিৎ পুইতুন্ডি।  অন্য় দিকে আসানসোলের কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর ভারতপেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান কুলটি ব্লক জাতীয় কংগ্রেস এর কর্মীবৃন্দ । উপস্থিত ছিলেন কুলটি ব্লক যুব কংগ্রেস সভাপতি সুকান্ত দাসবাবু ব্যানার্জি, শ্রীমন্ত তেওয়ারী ,অঞ্জন মাজি, মহম্মদ জাকির ,মহম্মদ সিরাজুল ,সূর্য ব্যানার্জি, মহম্মদ সালাউদ্দিন, তপন ব্যানার্জি সহ অনেকে ।

Leave a Reply