BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

প্রবল বর্ষণে ধসে গেল আস্ত একটি সরকারি কুয়ো

বেঙ্গল মিরর,কাজল মিত্র :– দুইদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে সালানপুর থানার জেমারী পঞ্চায়েতের হুদমা ডাঙ্গাল এর বাসিন্দা মিঠু টুডুর বাড়ির পাশেই এক সরকারি কুয়ো ছিল প্রবল বর্ষণের কারনে কুয়োটি বিকট শব্দ করে মাটির নিচে পুরোপুরি ভাবে তলিয়েযায় । বিকট শব্দ শুনে মিঠু টুডুর বাড়ির লোকজন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে।কারন এই ধসের ফলে কুয়োর পাশে থাকা মিঠু টুডুর বাড়ির মধ্যেও ফাটল দেখা দেয় ।

তবে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে প্রশাসন কে খবর দেওয়া হয় খবর দেওয়ায় পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় তৃণমূলের নেতাদের ।তারা খবর পেয়ে ছুটে আসে এবং ঘটনাস্থলে গুড়ে দেখেন ।এরপরেই বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও তৃণমূলের যুবনেতা মুকুল উপাধ্যায় এর নির্দেশে স্থানীয় তৃণমূলের নেতাদের সহায়তায় মিঠু টুডুর পরিবারের লোকেদের
নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয় এবং ধসে যাওয়া কুওটিকে জেসিপির সাহায্যে মাটি দিয়ে বুঝে দেওয়া হয় যাতে করে ওই গর্ত বিশাল আকার ধারন করতে না পারে ।এবিষয়ে স্থানীয় তৃণমূলের নেতা সন্তু নাগ জানান ঘটনার খবর পেয়েই তৃণমূলের সকল কর্মকবৃন্দ ও স্থানীয়রা ছুটে যায় এবং বারাবনির যুব নেতা মুকুল উপাধ্যায় এর নির্দেশ মতই আমরা ওই বিশাল গর্তটি জেসিপি দিয়ে বুঝিয়ে দি তবে ।সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *