ASANSOLBengali NewsHealth

চলতি বছরের শেষে হবে ৬০ বেডের হাসপাতাল, আধুনিক চিকিৎসা পরিসেবা দিতে আসানসোলে চালু দ্য মিশন নেভারহুড

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় , আসানসোল, ১৬ জুনঃ আধুনিক চিকিৎসা পরিসেবা দিতে আসানসোল শহরে মিশন হাসপাতাল দূর্গাপুর The Mission Hospital চালু করলো এ্যাডভান্সড্ ডায়াগনস্টিক এন্ড পেশেন্ট কেয়ার ” দ্য মিশন নেভারহুড “। বুধবার দুপুরে আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড়ে এক অনুষ্ঠানে প্রথমে প্রদীপ জ্বালিয়ে ও পরে ফলক উন্মোচন করে এই ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক।

মন্ত্রী তার উদ্বোধনী ভাষনে বলেন, কলকাতার পরে আসানসোলের সবক্ষেত্রে সম্ভাবনাময় শহর। তার কারণ হলো রাজ্যের কলকাতার কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো ১৪৪। তারপর আসানসোলের কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো ১০৬। কিন্তু কলকাতার পরে শিলিগুড়ি ও দূর্গাপুরে অনেক বড় বড় হাসপাতাল তৈরি হয়েছে।

আসানসোলে তা হয়নি। অথচ এই আসানসোলে বাইরের ২৫ শতাংশ মানুষ চিকিৎসা করাতে আসেন। যার পুরোটাই হয় আসানসোল জেলা হাসপাতালে। দূর্গাপুরের মিশন হাসপাতাল কতৃপক্ষ আসানসোলের জন্য ভাবনা চিন্তা করায়, আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

অন্যদিকে, এদিনের অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দোপাধ্যায় বলেন, আড্ডার তরফে আসানসোলে ২ নং জাতীয় সড়কের পাশে ৫ বছর আগে একটি বেসরকারি সংস্থাকে হাসপাতাল তৈরীর জন্য জমি দেওয়া হয়েছিলো। কিন্তু, আজও সেই জমিতে একটা ইঁটও গাঁথা হয়নি। আমরা অনুরোধ ঐ সংস্থা কাজ শুরু করুক। নাহলে জমি ফিরিয়ে দিক। মিশন হাসপাতালের চেয়ারম্যান তথা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সত্যজিৎ বসু বলেন, আসানসোলের এই ইউনিটে আধুনিক চিকিৎসা পরিসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইসিইউ এ্যাম্বুলেন্স পরিসেবা সহ অন্যান্য সব সুবিধা আছে। তিনি আরো বলেন, চলতি বছরের শেষে এখানে ৬০ বেডের একটি হাসপাতাল তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে সিসিইউ ও আইসিইউয়ের ব্যবস্থা রাখা হবে। আসানসোলের এই ইউনিটে ৩০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও দূর্গাপুরে ২৫০ বেডের আরো একটি হাসপাতাল তৈরী করা হচ্ছে। আগামী আগষ্ট মাসে তা চালু করা হবে। যেখানে ক্যান্সারের চিকিৎসা ও বোনমেরো ট্রান্সপ্ল্যান্ট করা হবে।


এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দ মহারাজ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, মিশন হাসপাতালের এমডি তরুণ ভট্টাচার্য ও সমীর চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *