ASANSOLBengali News

রেলপার এলাকায় আবগারি অভিযান, মদ বাজেয়াপ্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রেলপারে আবগারি অভিযান, বিপুল পরিমাণে মদ বাজেয়াপ্ত। শুক্রবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড়ের ছোটি বাজার এলাকায় গোপনসূত্রে খবর পেয়ে আবগারি দফতর অভিযান চালায়। সেখানে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ পাওয়ার পরই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদও বাজেয়াপ্ত করা হয়। এটি লক্ষণীয় যে করোনার সংকটকে সামনে রেখে বার, হোটেল এবং অন্যান্য দোকানগুলি কেবল রাত ৮ টা পর্যন্ত খোলা থাকার অনুমতি রয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে অথবা মেনে চলা হচ্ছেনা।

Liquor seized file photo

একই সঙ্গে, মদের দোকানগুলি সরকারি নির্দেশিকা লঙ্ঘন করছে। ওই অঞ্চলে, মদের দোকানে বিদেশী মদের কালোবাজারি করার তথ্য ছিল আবগারি দপ্তরের কাছে। আর সেই খবরের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়। আফগানি দপ্তরের এই অভিযান এর পরিপ্রেক্ষিতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

Leave a Reply