ASANSOLBihar-Up-JharkhandDURGAPUR

RPF ৭৮ টি ই- টিকিট সমেত পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড থেকে ৪ জনকে গ্রেপ্তার করল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : অবৈধ ভাবে রেল টিকিট কাটার (ই-টাওটিং) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ পোস্ট কতৃক অভিযান চালানো হয়। সূত্র মারফত গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসানসোল, জামতারা, মধুপুর এবং পানাগড়ের কিছু দোকান ও আউটলেট পার্সোনাল ইউজার আইডি ব্যবহার করে ই-টিকিট তৈরীর কাজে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

read also আসানসোল রেলওয়ে হাসপাতালে নার্স কলিং সিস্টেমের উদ্বোধন 

ওই অভিযানের সময় ৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে এক লাখ চার হাজার ঊনষাট টাকার মোট ৭৮ টি ই-টিকিট বাজেয়াপ্ত করা হয় যা অবৈধভাবে ৩ জন আইআরসিটিসি এজেন্টের ও ৭ জনে ব্যক্তির পার্সোনাল ইউজার আইডি ব্যবহার করে তৈরী করা হয়েছিল।

কোথায় হল রেইড এবং কারা হলেন গ্রেপ্তার

১) রায় জেরক্স, ১১ মাইল রাধা মোহনপুর, পিএস – কাঁকসা, জেলা-পশ্চিম বর্ধমান),

২) মা জেরক্স স্টল, কোর্ট মোড় রোড, এসবিআই / প্রধান শাখা জামতারার কাছে ৩) সারঠ, রাজা অনলাইন সেবা কেন্দ্র: – সারঠ পিএস, দেওঘর ,
৪) শর্মা এজেন্সি, হটন রোড, রাসডাঙ্গার কাছে, আসানসোল, পিএস-
আসানসোল( দক্ষিণ), জেলা-পশ্চিম বর্ধমান।

এই কারণে কাঁকসা থেকে রাজীব রায়, জামতারা থেকে অভয় কুমার রায়, সারঠ থেকে আলি রাজা, আসানসোল থেকে সুমিত শর্মাকে গ্রেপ্তার করা হয়।

read also রানীগঞ্জে ধসের জেরে বেরচ্ছে বিষাক্ত গ্যাস, এলাকায় উত্তেজনা

Leave a Reply