ASANSOLBengali News

হিরাপুর থানা এলাকায় জুয়ার বোর্ডে অভিযান সংক্রান্ত খবরে সংশোধনী

বেঙ্গল মিরর, আসানসোল, ২৫ জুনঃ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিস থেকে বৃহস্পতিবার মেল পাঠিয়ে বলা হয়েছে, বুধবার রাতে হিরাপুর থানার বার্ণপুরের এবি টাইপ কোয়ার্টারে জুয়া বোর্ডে অভিযান চালানোর সময় হিরাপুর থানার দুই পুলিশ কর্মীকে আটক করার খবর ভুয়ো বলে দাবি করা হয়েছে । সেই মেলে আরো তথ্য দিয়ে বলা হয়েছে ২৩ জুন প্রকাশিত সংবাদে বলা হয়েছে হিরাপুর থানার দুই পুলিশ অফিসারের জুয়ার বোর্ড চালানোয় জড়িত বলে ছাপা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো ও গুজবের ভিত্তিতে করা। আরও বলা হয়েছে এই সংবাদের উৎস ও তথ্য প্রকাশিত খবরে দেওয়া হয়নি। আসানসোল দূর্গাপুর পুলিশের কোনও অফিসিয়াল এই ঘটনা সম্পর্কে তথ্য দেয়নি। পুলিশের গতিবিধি বিভিন্ন কারণে ঘটে, যা প্রকাশ্যে আনা যায় না। এছাড়াও, এই ধরনের ভুয়ো সংবাদ প্রকাশ দুর্ভাগ্যজনক । বেঙ্গল মিরর কতৃপক্ষ আগামী দিনে এই ধরনের খবর প্রকাশ করার ক্ষেত্রে আরো সতর্ক থাকবে।

read also কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইতে আমেরিকান একাডেমি অফ যোগা এন্ড মেডিটেশনের ভারতকে তথা পশ্চিমবঙ্গকে কোভেন্টিলেটর প্রদান করল

read also Breaking : ডাম্পারে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

Leave a Reply