বেহাল রাস্তা দুর্ঘটনার শিকার হছেন পথযাত্রীরা
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241211-wa00436179337791398046526.jpg)
বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি ব্লকের দোমাহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোমাহানি বাজার ছোট মোড় থেকে বড় মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল আজ প্রায় আড়াই বছর দু বছর ধরে রাস্তার এই রকমই অবস্থা স্থানীয় মানুষের বক্তব্য কয়েক বছর আগে আমুলিয়া জল প্রকল্প থেকে পাইপ লাইন রোড এর নিচে দেয়া হয়েছে এবং তারপর থেকেই রাস্তা সারাই না করে যে সংস্থা পাইপলাইনের কাজ নিয়েছিল সেইখান থেকে চম্পট দেয় মানুষ বলা হয়েছিল যে যেরকম ছিল ওই রকমই করে দিতে হবে এবং সে আশ্বাস দিয়েছিল ঠিকাদার কিন্তু রাস্তার কোনো কাজ না করে তারা পালিয়ে যায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে পথ যাত্রীরা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/06/IMG-20210627-WA0002-500x375.jpg)