BARABANI-SALANPUR-CHITTARANJAN

MANHAR POLYMERS PVT LTD এর উদ্যোগে পাপ্পূ উপাধ্যায় এর স্মৃতির উদ্দেশ্যে বসেআঁকো প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল : আজকে MANHAR POLYMERS PVT LTD এর উদ্যোগে মুরলী উপাধ্যায়(পাপ্পূ) এর স্মৃতির উদ্দেশ্যে মনোহরবহাল দুর্গামন্দিরে একটি বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এতে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়,মুকুল উপাধ্যায়, রবি শর্মা(Director of Manhar Polymers pvt ltd),রাজা বাগচী , সুধাকর কর্মকার,মনোরন্জন ব্যানার্জী,রামতনু দাস,সন্জয় দাস , সন্দীপ মন্ডল ও আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *