ASANSOL

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো অনশনকারী সুরোজ বাউরি

:-

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কল্যানেশ্বরী পি.এইচ.ই দপ্তরের সামনে ঠিকাদার সংস্থা বেঙ্গল কনস্ট্রাকশন,বি.টি প্রজেক্ট,ভি.পি, সানরাইজ,পি.এল.সি কোম্পানি তে স্থানীয় ১৬নম্বর ওয়ার্ডের বেকার যুবকদের কাজের দাবি নিয়ে তিন দিন ধর্ণার চলার পর মঙ্গলবার থেকে স্থানীয় বেকার যুবক সুরোজ বাউরি ও সুব্রত বাউরিকে সঙ্গে নিয়ে আমরণ অনশনে বসেছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী।


৪৮ঘন্টা আমরণ অনশন চলার পর বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনশনকারী সুরোজ বাউরি।অসুস্থ অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কুলটির শাকতোড়িয়া হাসপাতালে।
এই প্রসঙ্গে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন অনশনের ৪৮ঘন্টা হয়ে গেলো এখন কোনো প্রকার উত্তর পাওয়া যায়নি পি.এইচ.ই দপ্তর এবং ঠিকাদার সংস্থার পক্ষ থেকে।আজ হঠাৎ করে অনশনেকারী সুরোজ বাউরি অসুস্থ হয়ে পড়ে তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শাকতোড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।এরা জীবন নিয়ে খেলা করছে তার ভাবছে আমরা এবার অনশন তুলে নিবো কিন্তু তা হবে না প্রাণ যতদিন এই আন্দোলন চলবে।হাসপাতাল থেকে এসেও তারা অনশনে বসবে।আমাদের কিছু হলে বাকি যুবকরা অনশন জারি রাখবে।

https://bengalmirrorthinkpositive.com/2021/07/01/%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A3%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0/

Leave a Reply