পরিবহন কর্মীদের দাবি নিয়ে আসানসোলে সিটুর বিক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ জুলাইঃ পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত থাকা বাস চালক, খালাসি ও বদলি কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সকালে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত আসানসোল দূর্গাপুর সাবডিভিশনাল ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের আসানসোল শাখার পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ করা হয়। পরে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কার্যালয়ে গিয়ে সিটুর পক্ষ থেকে জেলাশাসককে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলাশাসককে দেওয়া হয়।




এই প্রসঙ্গে সিটু নেতা আসানসোলের প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন রাজ্যের পরিবহন ব্যবস্থা বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিবহন চালু হবে। কিন্তু ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অধিকাংশ বাসের মালিক বাস চালাতে রাজি হচ্ছেন না। তাদের দাবি ভাড়া বৃদ্ধি ও রাজ্য সরকার ভর্তুকি দিলে বাস চালানো হবে। বাস চলাচল বন্ধ থাকার কারণে পরিবহন শ্রমিকরা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাদের কোন কাজ নেই। তাদেরকে এককালীন সাড়ে সাত হাজার টাকা দিতে হবে। তিনি আরো বলেন, এই দুটো দাবি নিয়ে আমরা জেলাশাসক দপ্তরে গিয়ে জেলাশাসককে দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি। যা তার মাধ্যমে মূখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পৌঁছানো যায়।
অন্যদিকে, সিটুর এদিনের আন্দোলনকে কটাক্ষ করেছে শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আসানসোলের আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, সিটু নেতাদের ভাবা উচিত, তারা ৩৪ বছর ক্ষমতায় থেকে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের জন্য কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ক্ষমতায় থেকে পরিবহন কর্মীদের জন্য অনেক কাজ করেছেন।