RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের 62 তম প্রতিষ্ঠা দিবস

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী : শনিবার রানীগঞ্জের বনিক সংগঠন, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স সংগঠনের প্রতিস্থাপক গোবিন্দ রাম খৈতানের প্রয়াণ দিবসের দিনেই রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের 62 তম প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালন করলেন শ্রদ্ধার সঙ্গে। এদিন সংস্থার 19 জন প্রয়াত প্রাক্তন সদস্য তথা সংস্থাপক কে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় । একই সঙ্গে তাদের কর্মকাণ্ডের কথা স্মরণ করেন চেম্বার অফ কমার্সের সদস্যরা। উক্ত এই অনুষ্ঠান পর্বে মুখ্য অতিথি হিসেবে হাজির হন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন, সঙ্গে ছিলেন রানীগঞ্জ বোরো দপ্তরের প্রশাসক পূর্ণশশী রায় ও চেম্বার অফ কমার্সের বিশিষ্টজনেরা।

অন্যান্য সকল সদস্যদের সাথে এদিন তাপস বন্দ্যোপাধ্যায় এই সংস্থার প্রাণপুরুষ গোবিন্দরাম খৈতানের ভূয়শী প্রশংসা করেন। তিনি এদিন তার বক্তব্যে দাবি করেন এই রানীগঞ্জ চেম্বার অফ কমার্স কোন রাজনৈতিক রঙ না দেখে রানীগঞ্জের উন্নয়নের স্বার্থে শুধুমাত্র বনিক সংগঠন নয়, সামাজিক বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে চেম্বার বলেই জানান। ঐতিহ্যবাহী এই চেম্বার অফ কমার্সের অতীত কাহিনী তুলে ধরে, তিনি জানান চেম্বার অফ কমার্স, বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি আদায়ের ক্ষেত্রে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়ে, এলাকার সাধারণ মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তা নজিরবিহীন।

পশ্চিম বর্ধমান কে জেলা হিসেবে গঠনের ক্ষেত্রে এই চেম্বার অব কমার্স ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে চেম্বার অব কমার্স বিভিন্ন সামাজিক কাজে বিশেষভাবে অংশগ্রহণ করে শুধুমাত্র বনিক সংগঠন নয়, সাধারণ মানুষের মনেও আলাদা স্থান করে নিয়েছেন বলেই দাবি করলেন বিধায়ক।উক্ত এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় চেম্বার অফ কমার্সের সভাপতি প্রদীপ বাজোরিয়া, সহ-সভাপতি অরুময় কুণ্ড, সংগঠন সচিব মনোজ কেশরী, চেম্বারে প্রবীণ সদস্য ওম প্রকাশ বাজোরিয়া, কানাইয়া সিংহ, প্রমূখ কে। উক্ত এই কর্মসূচির বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে রাজেন্দ্র প্রসাদ খৈতান আগত বিশিষ্টজনদের সামাজিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন তার বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *