ASANSOL

বাবুল সুপ্রিয়র ডানা ছাটা হলো, মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
মন্ত্রিসভা সম্প্রসারণের আগে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বাবুল সুপ্রিয়র পদত্যাগের পরে তার সমর্থকদের মধ্যে হতাশার মেঘ। অসমর্থিত সূত্রের খবর অনুসারে এটি বিশ্বাস করা হচ্ছে যে, ‘বিধানসভা’ নির্বাচনে ‘প্রত্যাশিত’ ফলাফল না হবার কারণে ‘বাবুল সুপ্রিয়’র ডানা ছাটা হল। একই সঙ্গে তাকে নিয়ে দলে বিতর্ক চলছিল।

babul supriyo file photo

লক্ষণীয় বিষয় হলো যে ২০১৪ এর আগের মোদী সরকারেও বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি দ্বিতীয়বার মন্ত্রিসভাতেও তিনি জায়গা পেয়েছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে টালিগঞ্জ থেকে টিকিট দেয়। যেখানে অরূপ বিশ্বাসের কাছে তিনি ভালো ব্যবধানে পরাজিত হন। একই সময়ে, বাবুলের “সংসদীয়” এলাকা আসানসোলও, বিজেপি গত ২০২১ বিধানসভা নির্বাচনে মাত্র দুটি আসন জিতেছিল।

Leave a Reply