BARABANI-SALANPUR-CHITTARANJAN

সিআইটিইউ এর পক্ষ থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে ধিক্কার সভা


বেঙ্গল মিরর, কাজল মিত্র/মনোজ শর্মা :- পেট্রোল- ডিজেলের ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কে কেন্দ্র করে আজ বারাবনি ব্লকের দোমাহানি বাজার সংলগ্ন বড় মোড়ে সি আই টি ইউ এর পক্ষ থেকে একটি ধিক্কার সভার আয়োজন করা হয়। এই ধিক্কার সভায় যোগ দিতে এসে সি আই টি ইউ এর নেতা তীর্থঙ্কর পাত্র বলেন যে। বর্তমান সময়ে আজকের ডেটে পেট্রোল 100 টাকা পার করে গিয়েছে। গ্যাসের দাম হাজার টাকা ছুটে চলেছে ডিজেলের দাম প্রায় 100 টাকার কাছাকাছি। এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বয়সের থেকে পেট্রোলের দাম বেশি।

এই ধিক্কার সভায় আরও এক সিআইডির নেতা কল্যাণ সিং বলেন যে বারাবনি ব্লকের দোমাহানি বাজার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি বলেন যে কয়েক বছর আগে আমুলিয়া জল প্রকল্পের পাইপলাইনের কাজ শুরু হয়েছিল। সেই কাজের সময় দমানি বাজারের রাস্তার পাশের মাটি কেটে পাইপলাইন বসানো হয়েছিল কিন্তুপাইপলাইন বসে যাওয়ার পরে ঠিকাদারের দায়িত্ব ছিল ওই গর্ত গুলোকে ভাল করে বন্ধ করে দেওয়া। কিন্তু বর্তমানে কোনরকমে একটুখানি মাটি সরিয়ে গর্ত গুলি বন্ধ করেছিলেন। তার ফলে সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে দিনের দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। এইদিন ধিক্কার সভায় উপস্থিত ছিলেন শেখ সফিক, দীপক শর্মা, তাপস দাস, শ্যামল মাঝি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *