লালগঞ্জ-গৌরান্ডি রাস্তার উপর দুটি ট্রাক দুর্ঘটনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি ব্লকের অন্তর্গত আসানসোল থেকে লালগঞ্জ হয়ে গৌরান্ডি যাওয়ার প্রধান রাস্তার উপর একই দিনে দুটি ট্রাক রাস্তায় উল্টে যায় যদিও সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি ।জানাযায় যে শনিবার একটি ছয় চাকার ধান ভর্তি ট্রাক গৌরান্ডি থেকে আসানসোল যাওয়ার পথে আমডিহা মোড় সংলগ্ন ইসিএল সিআইএসএফ অফিসের নিকট ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।
স্থানীয় দের কথামত জানাযায় যে লালগঞ্জ থেকে গৌরান্ডি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা।তাছাড়া অবৈধভাবে বালি বোঝাই
অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কের এখন বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
অপরদিকে আসনবনি গ্রামের বরডাং গ্রামের নতুন বাস স্টান্ডের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে অন্য এক ঝাড়খণ্ড নম্বরের ট্রাক উল্টে যায় ।দুটি ঘটনায় বেহাল রাস্তার কারণেই ঘটে ।স্থানীয় মানুষ জন জানায় রাস্তার মাঝে বড় বড় খানা খন্দে ভরে গেছে জমা হয়েছে জল ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই থাকে ।