ASANSOL

এবার উর্দু কলেজের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লিখলেন জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল রেলপাড়ের উর্দু কলেজের বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে চিঠি দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। চিঠিতে লেখা আছে যে, উর্দুভাষী জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের আসানসোলে দীর্ঘকাল ধরে বসবাস করছে এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উর্দু মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করা এমন অনেক শিক্ষার্থী রয়েছেন। এখানে বসবাসরত স্থানীয় জনগণের বহুদিনের দাবি রয়েছে যে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার জন্য উর্দু মাধ্যম কলেজ স্থাপন করা উচিত।

Asansol News)
jitendra Tiwari(File photo)

বিভিন্ন তৃণমূল নেতা এবং মন্ত্রীরা গত দশ বছরে একই বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে তাদের দ্বারা কোনও পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়নি। উর্দু মিডিয়াম স্কুলগুলিতে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী ইংরেজি বা বাংলা মাধ্যমের উচ্চতর পড়াশোনা করতে সক্ষম হয় না, যার কারণে তারা হয় পার্শ্ববর্তী অন্য রাজ্যে যেতে বাধ্য হন অথবা পড়াশুনো ছেড়ে দেন। একইভাবে উর্দু মাধ্যমে উচ্চতর পড়াশোনার ব্যবস্থা না থাকায় উর্দু মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে ড্রপ আউটের হার বেশি । অতএব, আপনাকে অনুরোধ করা হচ্ছে যে রাজ্য সরকারের সাথে সমন্বয় করে এই সমস্যা সমাধানের জন্য যদি আপনার পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া যায় তবে উর্দু মাধ্যমের বিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন।

Leave a Reply