আসানসোলে উর্দু কলেজ তৈরীর দাবিতে এবার সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, আক্রমণ অভিজিৎ ঘটকের
চিঠি দিয়েছেন কেন্দ্রের দুই ও রাজ্যের এক মন্ত্রীকে
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৭ জুলাইঃ আসানসোল রেলপাড় এলাকায় উর্দু কলেজ তৈরীর দাবিতে এবার সরব হলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এই বিষয়ে তিনি গত ১৬ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে চিঠি দিয়েছেন। একই কথা জানিয়ে গত ১৩ জুলাই আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি চিঠি লিখেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে।




তিনি চিঠিতে দাবি করেছেন , উর্দু ভাষাভাষীর অনেক মানুষ আসানসোলে দীর্ঘকাল ধরে বসবাস করছেন। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উর্দু মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করা এমন অনেক শিক্ষার্থীও রয়েছে। বহুদিনের দাবি রয়েছে যে, আসানসোলে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার জন্য উর্দু মাধ্যম কলেজ স্থাপন করা হোক। তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা গত ১০ বছরে একই বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে তাদের দ্বারা কোনও পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়নি। উর্দু মিডিয়াম স্কুলগুলিতে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী ইংরেজি বা বাংলা মাধ্যমে স্নাতকে পড়াশোনা করতে পারে না। যে কারণে তারা হয় পার্শ্ববর্তী অন্য রাজ্যে যেতে বাধ্য হয় বা পড়াশুনো ছেড়ে দেয়। একইভাবে উর্দু মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনার ব্যবস্থা না থাকায় ড্রপ আউটের হার বেশি । জিতেন্দ্র তেওয়ারি কেন্দ্রীয় দুই মন্ত্রীকে বলেন আপনাদের অনুরোধ করা হচ্ছে, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে এই সমস্যা সমাধানের জন্য যদি আপনার পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া যায়। তবে উর্দু মাধ্যমে পড়াশোনা করা ছেলেমেয়েরা খুবই উপকৃত হবে।
তবে এখানেই শেষ নয়, এর আগে জিতেন্দ্র তেওয়ারি আসানসোল স্টেডিয়ামের সংস্কার নিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখেছিলেন। শনিবার তিনি একইভাবে রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আসানসোল পুরনিগম এলাকার চারটি পড়ে কাজ শুরু করার দাবি নিয়ে চিঠি লিখেছেন। চারটি কাজের মধ্যে রয়েছে, রানিগঞ্জের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মেমোরিয়াল হল, কুলটির টাউন হলের নির্মাণ , জামুড়িয়ার কাজি নজরুল টাউন হল ও বার্ণপুরের সম্প্রতি হলের সংস্কার।
শনিবার দুপুরে আসানসোলে বাসভবনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি বলেন, বিরোধী দলে আছি বলেই আসানসোলের উন্নয়ন না হওয়ার কথা বারবার বলবো। কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দিলে, তারা তার উত্তর দেন বা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু রাজ্যের মন্ত্রীরা চিঠির প্রাপ্তি স্বীকার করেন না। শাসক দলের নেতা ও মন্ত্রীরা ভোটের সময় প্রতিশ্রুতি দেবেন। আর তারপর ভুলে যাবেন। এটা তো হতে পারে না।
তবে জিতেন্দ্র তেওয়ারির চিঠি দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ আসানসোলের শাসক দলের নেতারা। উল্টে তারা কটাক্ষ করছেন। আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক বলেন, রাজ্য সরকার আসানসোল পুর এলাকা সহ গোটা শিল্পাঞ্চলের উন্নয়ন নিয়ে ভাবছে। মন্ত্রী মলয় ঘটক রয়েছেন। আমরা কাজ করি। অনেকের এখন কোন কাজ নেই তাই চিঠি লিখছেন। তবে রাজ্য সরকারকে চিঠি না লিখে, কেন্দ্র সরকারকে উনি আসানসোলের জন্য চিঠি লিখুন।
WBTPTA এর পক্ষ থেকে রক্তদান শিবির, রক্ত দিলেন শিক্ষক -শিক্ষিকারা
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল