Delta Variant আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়ে চলেছে, উত্তরপূর্বের রাজ্যগুলিতে lockdown- কার্ফু
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : দিন যতই এগোচ্ছে কোভিডের “ডেল্টা ভ্যারিয়েন্ট”( Delta Variant) ছড়িয়ে পড়ছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। করোনা নতুন সংক্রমনের হার কমলেও বেশ কিছু রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে এক প্রকার বাধ্য হয়েই রাজ্যগুলিকে হয় নতুন করে লকডাউনের পথে হাঁটতে হচ্ছে, অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞায় কড়াকড়ি করতে হচ্ছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/07/IMG-20210718-WA0003-1-500x333.jpg)
মণিপুরে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। মিজোরামও আগামী ২৪ জুলাই থেকে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্য দিকে, ত্রিপুরায় এক সপ্তাহের কার্ফু জারি করা হয়েছে। রাজধানী আগরতলায় দিনের বেলাতেও কার্ফু জারি করার কথা ঘোষণা করেছে সরকার। এ ছাড়া মফস্বলের শহরগুলিতে ১৯-২৩ জুলাই পর্যন্ত কার্ফু জারি করা হবে বলে জানিয়েছে ওই সমস্ত রাজ্য সরকার। অসম এবং সিকিমেও নিষেধাজ্ঞায় কড়াকড়ি করা হয়েছে।
সিকিম রাজ্যে করোনা র প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে ১৫৫ শতাংশ নতুন সংক্রমণ বেড়েছে। ফলে রাজ্যে সমস্ত রকম সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের উপর অন্ততপক্ষে ৩০ দিন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যটকদের ভিড় যাতে উপচে না পড়ে সে দিকে খেয়াল রেখে কড়া নির্দেশিকা জারি করেছে সরকার। অসম সরকার জানিয়েছে যাঁরা রাজ্যে প্রবেশ করবেন তাঁদের অবশ্যই কোভিড পরীক্ষা করাতে। টিকা নেওয়া থাকলেও এই পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে সরকার।