RANIGANJ-JAMURIA

HS পরীক্ষায় পাস করতে না পেরে চুরুলিয়া রাস্তা অবরোধ করে ছাত্র ছাত্রীরা

বেঙ্গল মিরর, চুরুলিয়া, চরণ মুখার্জিঃ করোনাকালে যখন অন্য সকল রাজ্যের সাথে পশ্চিমবাংলাতে ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় এক বিশেষ পদ্ধতির মাধ্যমে বেশিরভাগ পড়ুয়াকে উত্তীর্ণ করা হয়েছে, তখনই জামুড়িয়ার চুরুলিয়া এলাকায় চুরুলিয়া হাই স্কুলে উচ্চমাধ্যমিকে 112 জন পড়ুয়াকে কেন পাস করানো হলো না, এই দাবি তুলে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা এলাকার মুখ্য সড়ক অবরোধ করে অনুত্তীর্ণ পড়ুয়াদের উত্তীর্ণ করাতে হবে এই দাবীতে অসন্তোষ দেখায় তারা। দীর্ঘক্ষন অসন্তোষ দেখানোর পর পর স্থানীয় এলাকার তৃণমূল নেতা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী পড়ুয়াদের সোমবারে স্কুলে পৌঁছে সমাধান সূত্র বের করবেন এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

রাজ্যজুড়ে যখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই উত্তীর্ণ হয়েছেন তখন তারা কেন উত্তীর্ণ হচ্ছে না, এই দাবি করতে থাকে তারা। এদিনের এই আন্দোলনের জেরে দীর্ঘক্ষণ বহু যানবাহন আটকে পড়ে রাস্তায় পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *