ASANSOL

আসানসোল কল্যানপুর ” কে ” সেক্টরের ৩৫ তম দুর্গোৎসবের খুঁটি পুজো

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ জুলাইঃ আসানসোলের কল্যাণপুর ” কে ” সেক্টর সার্বজনীন দুর্গাপূজো কমিটির ৩৫ দুর্গোৎসবের শনিবার খুঁটি পূজোর আয়োজন করা হয়। খুঁটি পুজো দিয়ে এদিন পুজো মন্ডপ তৈরির কাজ শুরু হয়। আসানসোল শহরের অন্যতম আকর্ষণীয় এই পুজো কমিটির এবারের থিম হলো ” ক্যানভাস “। এই থিমের সৃজন শিল্পী হলেন সৌভিক কালি। মাতৃরূপ দেবেন চঞ্চল সূত্রধর এন্ড ব্রাদার্স। এই পুজো কমিটির এবারের পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। এদিনের খুঁটি পূজোর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দ মহারাজ ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক ।

এছাড়াও ছিলেন পূজো কমিটির সভাপতি মনোজ কর, কার্যনির্বাহী সভাপতি কৌশিক মজুমদার, সহসভাপতি কৌশিক মিত্র, যুগ্ম সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায় ও সুধাময় দাস, কোষাধ্যক্ষ দেবেশ চৌধুরী, লোকনাথ পাল, প্রদীপ মন্ডল প্রমুখ।

Leave a Reply