RANIGANJ-JAMURIA

Raniganj এ ভেঙে পড়ল ও জরাজীর্ণ বাড়ি আহত 1

বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি : রানীগঞ্জ বাজার এলাকার 92 নম্বর ওয়ার্ডের ষষ্ঠী গড়িয়া অঞ্চলে ভগ্নপ্রায় বাড়ি ভেঙ্গে পড়ায় অল্পবিস্তর আহত হয় এক ঠেলা চালক , এই ঘটনার খবর পাওয়ার পরপরই রানীগঞ্জের দু’নম্বর বোরো দপ্তরের প্রশাসক পূর্ণশশী রায় এবং তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন পাশাপাশি ওই এলাকায় যে সকল বাসিন্দারা বসবাস করছে তাদের অবিলম্বে ঐসকল বাড়ি ভেঙে মেরামত করার নির্দেশ দেন। বেশকিছু ভারায়টিয়া দোকান মালিকদের বারবার অনুরোধ করার পরও তারা বাড়ি মেরামত পড়েনি বলে জানালে তিনি বাড়ি মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে নিয়ে বৈঠক করেন সমাধানসূত্র বের করবেন বলে জানান তাঁর বক্তব্যে।

রানীগঞ্জের জরাজীর্ণ বাড়িঘর ঘুরে দেখছেন পুরো প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়

পূর্ণ শশী বাবুর এই বক্তব্যে স্বভাবতই খুশি ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা তারা পৌরসভাকে পূর্ণরূপে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। বেশকিছু বাড়ির মালিক জানান তারা বারংবার বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি তৈরীর চেষ্টা চালালেও অনেক ভাড়াটিয়া তাদের বাড়ি ভাঙতে দেননি এ ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়েছে তাদের। বহু ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলেও জানিয়েছেন তারা। এখন দেখার এসকল এলাকায় ভগ্নপ্রায় বিপদজনক অবস্থায় থাকা ওই বাড়ি গুলি কিভাবে ভেঙে ফেলে সুরক্ষিত করা যায় এলাকাটিকে তা নিয়েই আশায় বুক বাঁধছেন অনেকে।

Leave a Reply