ASANSOL

মাইথন থেকে ১৪ হাজার কিউসেক জল ছাড়া হল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের হাত ধরে গত দুদিনের ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আর সেই অতিভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জলস্ফীতি বৃদ্ধি পেয়েছে রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যের জলধারা গুলির জলস্তর।আর তার ফলেই শনিবার মাইথন ড্যাম থেকে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ।এদিন মাইথন জলাধার থেকে দুটি লকগেট খুলে ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়,তার পাশাপাশি পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়।

আর এই জল ছাড়ার ফলে দামোদর নদের তীরবর্তী এবং দামোদর নদের অববাহিকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।পাশাপাশি পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,হাওড়া গ্রামীণের আমতা উদয়নারায়ণপুর সহ হুগলি জেলায় বেশকিছু এলাকা জলমগ্ন হতে পারে।তবে বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে তবে জল ছাড়ার পরিমাণও আরো বাড়ানো হতে পারে বলে এদিন ডিভিসি সূত্রে খবর পাওয়া যায়।