RANIGANJ-JAMURIA

RANIGANJ ঐতিহাসিক চার্চ পরিদর্শন করলেন পূর্ণশশী রায়

বেঙ্গল মিরর,রানিগঞ্জ, চরন মুখার্জি ঃ- রানীগঞ্জের ঐতিহ্যবাহী ঐতিহাসিক চার্চ পরিদর্শনে গেলেন রানীগঞ্জের দু’নম্বর বোরো দপ্তরের পৌর প্রশাসক পূর্ণশশী রায় তিনি এদিন চার্চের সদস্যদের সঙ্গে কথা বলে এলাকার সৌন্দর্যায়নের লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যায় সে বিষয়ে কথা বলেন। পাশাপাশি এলাকার ও দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রভু যীশু জাতের সদয় হয় তারই লক্ষ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন পূর্ণ শশী বাবু। উল্লেখ্য এর আগে আসানসোল করপোরেশনের পক্ষ থেকে চার্চের সৌন্দর্যায়ন ও উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন পূর্বের আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তারপর দীর্ঘ সময় পার হলেও সৌন্দর্যায়নের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি এবার ফের আরও এক দফায় চার্চ কর্তৃপক্ষ পৌর প্রশাসক এর দ্বারস্থ হলেই আজ নতুন করে ফের আরও এক দফা এক চার্চের উন্নয়নকল্পে উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল পৌর প্রশাসক পূর্ণশশী রায় কে।

পূর্ণশশী কে সংবর্ধনা দিচ্ছেন ফাদার

Leave a Reply