ASANSOLBusinessKULTI-BARAKAR

ট্রেড লাইসেন্সের জন্যে ৯ ই আগস্ট থেকে ক্যাম্প করার সিদ্ধান্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: মঙ্গলবার বিকেলে মিউনিসিপাল কমিশনার নিতিন সিংহানিয়ার সভাপতিত্বে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে ( AMC) বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আসানসোল চেম্বারের সভাপতি নরেশ আগরওয়াল, সচিব শম্ভুনাথ ঝা, জয়প্রকাশ দোকানিয়া, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বারের শচীন বালোদিয়া, সঞ্জয় বনসাল, জামুরিয়া চেম্বারের জেপি দোকানিয়া, অজয় ​​খৈতান, নর্থ চেম্বার মনদীপ সিংহ লালি, মনোজ ভাস্কর, রানীগঞ্জ চেম্বার, বরাকর চেম্বার, নিয়ামতপুর চেম্বারের গুরুবিন্দার সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৯ থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত ট্রেড লাইসেন্সের জন্য বিভিন্ন চেম্বারে ক্যাম্পের আয়োজন করা হবে।

Leave a Reply