ASANSOL

আসানসোলের নতুন ডিআরএম হলেন পারমানন্দ শর্মা

বেঙ্গল মিরর, আসানসোলঃ– আসমানসোল রেলওয়ে বিভাগের নতুন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার DRM হবেন পরমানন্দ শর্মা। রেল মন্ত্রক ডিআরএম পদে পরমানন্দ শর্মাকে নিয়োগের নির্দেশ জারি করেছে। অন্যদিকে বিদায়ী ডিআরএম সুমিত সরকারকে বদলি করা হয়েছে।

পরমানন্দ শর্মা


এটি উল্লেখ করার মতো যে পরমানন্দ শর্মা ইতিমধ্যেই আসানসোল রেলওয়ে বিভাগে সিনিয়র ডিএমই হিসাবে কাজ করেছেন। ডিআরএম সুমিত সরকারের আমলে আসানসোল রেলওয়ে বিভাগেও অনেক কাজ হয়েছে, আসানসোল স্টেশনের সৌন্দর্যবর্ধন থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণও হয়েছে তার আমলে। তার বাকি কাজ গুলো নিশ্চয়ই পূরণ হবে বলে মনে করছে শিল্পাঞ্চলবাসি।।

Leave a Reply