KULTI-BARAKAR

এক শ্রেণীর গাড়ি মালিকরা আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওভার লোড চালিয়ে যাচ্ছে, এমভিআই দপ্তরে ট্রাক ও ডাম্পারের মালিকরা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত রামপুর এম.ভি.আই দপ্তরে দেখা করলেন ট্রাক ও ডাম্পারের মালিকরা । এদিন তাদের বক্তব্য যে রাজ্যসরকার মাল পরিবহন বাহনের ওভার লোডিং বন্ধ করেছে আমরা সরকারের আইন কে আমরা মানছি কিন্তু দেখাযাচ্ছে যে এক শ্রেণীর গাড়ি মালিকরা ওভার লোড আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওভার লোড চালিয়ে যাচ্ছে।কিন্তু আমারা সরকারের এই ওভার লোডিং আইন মেনে গাড়ি চালাচ্ছি সে ক্ষেত্রে কোনো ভাড়া পাওয়া যাচ্ছেনা ফলে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হচ্ছে তাই আজ আমরা রামপুর এম ভি আই দপ্তরে আমরা দেখা করে বললাম যে এক শ্রেণী ওভার লোডিং চালিয়ে তাই আমরা চাই ওভার লোডিং যে এক শ্রেণী চালিয়ে যাচ্ছে তা বন্ধ করে সবাই আন্ডার লোডিং মাল বাহি গাড়ি চালানোর বিষয় টি দেখার আবেদন জানালাম ।

এম.ভি.আই দপ্তর থেকে বলা হয়েছে আমাদের যে বিষয় টি লিখিত ভাবে দেয়ার জন্য ।তবে আগামী দিনে এই ভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা ধর্মঘটে যেতে হবে তা ছাড়া কিছু করার নেই কারণ ভাড়া পাওয়া যাচ্ছেনা তেলের দাম ড্রাইভার আছে গাড়িগুলোর ট্যাক্স আছে নতুন গাড়ি লোন নিয়ে কেনা হয়েছে তার কিস্তি আছে দাঁড় কোরিয়ে কথা থেকে দিতে পারবো তাই আমরা আজ দেখা করে বিষয় টি বললাম ।আমাদের দাবি আসানসোল দূর্গাপুর রানীগঞ্জ এলাকার মালবাহী গাড়ি যেন আন্ডার লোডিং চালান বিষয় টি তুলে ধরা হয় ।

Leave a Reply