Bengali NewsKULTI-BARAKAR

ECLএর জমিতে অবৈধ দখল করতে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা, পরিস্থিতি সামাল দিতে পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি বিধানসভা অন্তর্গত ডিসেরগড়ের সাঁকতড়িয়া হুসেনিয়া মোড় সংলগ্ন কুলটি ব্লক তৃণমূল কার্যালয়ের নিকট রাস্তার পাসে ECL এর ফাঁকা জায়গাতে দিনের পর দিন অবৈধ ভাবে দখল করে দোকান বসানো হচ্ছে । রবিবারে ও একটি সিটের তৈরি দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝেমেলা বান্ধে ।

কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্যির ছেলে চন্দন আচার্যির সঙ্গে কুলটি ব্লক তৃণমূলে হকার ইউনিওনের সভাপতি তথা তৃণমূলের যুব নেতা মোবিন আনসারির সঙ্গে । এই ঝেমেলার খবর সুনে পৌছে যায় এলাকার প্রাক্তন পার্ষদ তথা এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য । অভিজিৎ আচার্য্য পরিস্তিতি বুঝে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্য্য এর ছেলে চন্দন আচার্য্য পক্ষে দাঁড়ায় এবং উক্ত ঝেমেলায়া জড়িয়ে পড়েন ।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ি পুলিশ । আপাতত পুলিশের মধ্যস্থতায় দুই গস্টিকে দুই দিকে সরিয়ে দেওয়া হলেও এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।

Leave a Reply