RANIGANJ-JAMURIA

ভারত বাঁচাও দিবস কর্মসূচি পালন করল বাম সংগঠন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের সাথে খনি অঞ্চলের বিভিন্ন অংশে ভারত বাঁচাও দিবস কর্মসূচি পালন করল বাম শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, সহ বেশ কয়েকটি বাম সংগঠনের সদস্যরা। এদিন তারা মোট ছয় দফা দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি শামিল হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম ছিল, শ্রমিক বিরোধী শ্রম কোড, জনবিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল করার দাবি। দ্বিতীয়তঃ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের ভোজ্যতেল প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। অবিলম্বে সব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।

আয়কর দাতা বাদে প্রতিটি পরিবারকে মাসে সাড়ে সাত হাজার টাকা প্রদান করতে হবে। অতিমারির সময়কালে প্রত্যেক ব্যক্তিকে মাসে 10 কেজি খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা ও পেনশন নিশ্চিত করতে হবে। এই সকল দাবিতেই তারা খনি অঞ্চল রানীগঞ্জের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করে জনসমক্ষে তাদের দাবি-দাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। এদিন রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড়, তার বাংলা মোড়, জে কে নগর বাজার এলাকায় এই কর্মসূচিতে শামিল হয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *