RANIGANJ-JAMURIA

বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের আয়োজন করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : গত দু’বছর ধরে একনাগারে কোনো কর্মসূচি না করতে পারার পর এবার ক্রীড়াপ্রেমী সংস্থা হিসেবে সুনাম অর্জনকারী সংস্থা বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার বক্তারনগর ফুটবল ময়দানে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন। যেখানে দিন ক্লাব সংস্থার সদস্যদের সাথেই এলাকার বহু মহিলা পুরুষ অংশ নিলেন এই রক্তদান কর্মসূচীতে। মোট 50 ইউনিট রক্ত দান করা হয়

এদিনের এই রক্তদান কর্মসূচীতে যেখানে রক্ত সংগ্রহ করেন আসানসোল ব্লাড ব্যাংকের শাখা সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে এলাকার দুই ফুটবল দলের সদস্যদের হাতে ফুটবল তুলে দেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি সুভদ্রা বাউরি, এদিনের এই কর্মসূচির মাঝেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় যেখানে বেশ কিছু ফল প্রদানকারী ও ছায়া প্রদানকারী গাছের চারা লাগানো আগত বিশিষ্টজনদের সাথেই রানীগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি। সমগ্র এই কর্মসূচির পরিচালনা করেন বক্তারনগর ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা নির্মল পাল।

Leave a Reply