ASANSOL-BURNPUR

ওয়াগন কলোনিতে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধের বিরুদ্ধে টিএমসির প্রতিবাদ

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ হওয়ার পর কোম্পানির পুরনো কর্মচারীরা ওয়াগন কলোনিতে বসবাস করছেন। কিন্তু এখানকার বাসিন্দাদের অভিযোগ, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ব্যবস্থাপনা গত এক দিন ধরে ওয়াগন কলোনির জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। যার ফলে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে একটানা আন্দোলন করছে। আজ এই ধারাবাহিকতায়, টিএমসির সিনিয়র নেতা অশোক রুদ্রের নেতৃত্বে ওয়াগন কলোনির বাসিন্দারা কারখানার সামনের রাস্তা অবরোধ করেন।

এই প্রসঙ্গে অশোক রুদ্র বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি খোলার একটি প্রকল্প করেছিলেন, কিন্তু বিজেপি সরকার বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ করে দেয়। অশোক রুদ্র বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা কেন্দ্রীয় সরকারের একটি অমানবিক পদক্ষেপ। তিনি অবিলম্বে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ব্যবস্থাপনার কাছে পানি ও বিদ্যুতের সরবরাহ শুরু করার দাবি জানান যাতে ওয়াগান কলোনির মানুষ এই জ্বলন্ত গরমে কিছুটা স্বস্তি পায়।

Leave a Reply