RANIGANJ-JAMURIA

গৌরাঙ্গ ডাঙ্গা অঞ্চলে পরিদর্শনে পূর্ণশশী রায়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : গত মঙ্গলবার রানীগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ ডাঙ্গা অঞ্চলে রানীগঞ্জ সিটিজেন অফ ফোরামের বৈঠকের পরপরই বৃহস্পতিবার রানীগঞ্জের পৌর প্রশাসক পূর্ণশশী রায় ওই এলাকার এলাকাবাসীদের অভাব-অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে গেলেন। সাথে ছিলেন রানীগঞ্জের প্রাক্তন পৌর পিতা গৌতম ঘটক, রানীগঞ্জ সিটিজেন ফোরামের মুখ্য উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ খৈতান ও এলাকার এলাকাবাসী। এদিন তিনি সমস্ত এলাকা গুলিকে ঘুরে দেখে এলাকার মানুষের অভাব অভিযোগ শুনে এলাকার পুকুর, ভাঙাচোরা রাস্তা ও বিদ্যুৎ ব্যবস্থা কিরূপ রয়েছে তা খতিয়ে দেখেন।

পাশাপাশি ওই এলাকায় পুকুরের পাশে পুকুর ঘাট করে দেওয়া ও চেঞ্জিং রুম করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ এর উদ্যোগ নেবেন বলেও জানান। একইভাবে রাস্তাঘাট গুলিকে কিভাবে ঠিক করা করা যায় ও জমি মাফিয়া দের হাত থেকে কিভাবে এলাকার পুকুরগুলো কে বাঁচিয়ে রেখে সাধারণের ব্যবহারযোগ্য করে তোলা যায়, সে বিষয়গুলি তিনি খতিয়ে দেখে পৌর কর্মীদের এর সকল বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দেন। পৌর প্রশাসক এর এ ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাসে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এখন দেখার তাদের দাবি-দাওয়া আগামীতে কিভাবে পূরণ হয়।

Leave a Reply