ASANSOL

জেলা প্রশাসনের উদ্যোগে সূচনা হলো ই এপিক কর্মসূচি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ভোটার তালিকা নতুন নাম তোলা, নাম সংশোধন, সহ একাধিক কাজ কর্ম করা যায় নির্বাচন কমিশনের নতুন অনলাইন এপ্লিকেশন ই এপিকে। আর এই নিয়েই এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির সভাগৃহে। মূলত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে সূচনা হলো এই ই এপিক কর্মসূচি। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক বিভু গোয়েল, ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তারা। আগামী দিনে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় চলবে এই ই এপিক কর্মসূচির প্রচার বলে এদিন জানায় জেলা প্রশাসনের কর্তারা।

রাজ্য জুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস, জেলায় ডিএম এর নেতৃত্বে হল আয়োজন 

Leave a Reply