Bengali NewsRANIGANJ-JAMURIA

আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যনার্জী, রানীগঞ্জ : দিনানাথ গানেরিওয়াল স্মৃতি জেলা লেভেল এক দিবসীয় আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা। অখিল ভারতীয় মহিলা সম্মেলন ও জাগরণ এবং ঝাটি ডাঙ্গা স্পোর্টিং ক্লাব সহযোগিতায়।রানীগঞ্জ ঝাটি ডাঙ্গা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো এই এক দিবসীয় মহিলা ফুটবল ।প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানীগঞ্জ পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, এসিপি তথাগত পান্ডে রানীগঞ্জের আইসি অজয় মণ্ডল, অখিল ভারতীয় মহিলা সম্মেলনের সুইটি লয়েলকা , জাগরণের পক্ষ থেকে সন্দ্বীপ ভালোটিয়া, রাজেন্দ্র কুমার খাইতান,সহ অনেকে।

অখিল ভারতীয় মহিলা সম্মেলনের পক্ষ থেকে আদিবাসী মহিলাদের বস্ত্র ও জার্সি এবং ফুটবল বিতরণ করা হয়। এ আদিবাসী ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন এসিপি তথাগত পান্ডে ও রানগঞ্জ থানার আইসি অজয় মণ্ডল। মোট চারটি দল এই মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ঝাটি ডাঙ্গা আদিবাসী ইউনাইটেড ক্লাব, বাহাদুরপুর স্পোর্টিং ক্লাব, উখরা স্পোর্টিং ক্লাব ও সিয়ারসোল সুন্দরী বাগান স্পোর্টিং ক্লাব।জাগরণ পক্ষ থেকে সন্দীপ ভালোটিয়া জানান এই আদিবাসী সম্প্রদায় মানুষ অনেক পিছিয়ে পড়া। আমাদের তরফ থেকে যত রকম সাহায্য করার আমরা করব।

Leave a Reply