RANIGANJ-JAMURIA

নুপুর আদিবাসী পাড়ায় শুরু হলো সিধু কানু শিক্ষা সহায়তা কেন্দ্র

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যনার্জী, রানীগঞ্জ : 75 তম স্বাধীনতা দিবসের দিনে রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুপুর আদিবাসী পাড়ায় শুরু হলো সিধু কানু শিক্ষা সহায়তা কেন্দ্র। সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর এই শিক্ষা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তপন মন্ডল। এ ছাড়াও উপস্থিত ছিলেন রানীগঞ্জে প্রাক্তন বিধায়ক ও শিক্ষক রুনু দত্ত,শিক্ষক হীরক গাঙ্গুলী, মলয়কান্তি মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সুনীল খান্ডেলওয়াল।

photo by surajit bouri

উদ্যোক্তারা জানান, আদিবাসী গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র ও আইসিডিএস সেন্টার গত দেড় বছর ধরে বন্ধ হয়ে আছে। এই সমস্ত ছাত্র-ছাত্রীরা শিক্ষার আঙিনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এদের কারো কাছে এনড্রয়েড ফোন না থাকার কারণে পড়াশোনা করতে পারছে না। প্রাক্তন বিধায়ক রুনু দত্ত সরকারি কাজের সমালোচনা করে বলেন, করোনা বিধি মেনেই স্কুল চালু করা যেত কিন্তু সরকার তা করছেন না। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন গরিব ছেলে মেয়েরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে মলয়কান্তি মন্ডল জানান, আপাতত সপ্তাহে 5 দিন করে পঠন-পাঠন শুরু হবে এই অনুষ্ঠানকে ঘিরে আদিবাসী মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে শামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *