ASANSOLBengali News

সাংবাদিকদের মুখোমুখি জেলা তৃনমুল কোর কমিটির পদাধিকারীরা, সংগঠনকে আরো শক্তিশালী করতে সবাইকে সচেষ্ট হতে হবে, মন্তব্য জেলা চেয়ারম্যানের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৮ আগষ্টঃ পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের জেলা কোর কমিটির সদ্য দায়িত্ব পাওয়া পদাধিকারীরা বুধবার আসানসোলের জিটি রোডে বড় পোষ্ট অফিস সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

ছিলেন জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় , জেলা সভাপতি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, রাজ্য সম্পাদক তথা আসানসোল পুরনিগম এলাকার আহ্বায়ক ভি শিবদাসন ওরফে দাসু , রানিগঞ্জ শহরের আহ্বায়ক রূপেশ যাদব, জেলা মহিলা সংগঠনের সভানেত্রী মিনতি হাজরা, দলের শ্রমিক সংগঠন আইনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল ও দূর্গাপুর পুরনিগম এলাকার দলের আহ্বায়ক মৃগেন্দ্র পাল। এদিন সবাইকে দলের তরফে মালা দিয়ে সম্মানিত করা হয়।

চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও সভাপতি বিধান উপাধ্যায় বলেন, দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই নতুন কমিটি গঠন করা হয়েছে যাতে জেলায় দলের সংগঠন আরও শক্তিশালী করা যায়। উজ্জ্বলবাবু আরো বলেন, নতুন কমিটির প্রত্যেকে সচেষ্টা থাকবে যে কোনওভাবে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে পৌঁছানো যায়। একই সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের হাওয়া নিয়ে এসেছেন গোটা রাজ্যে তা আমাদের জেলায় ভালো করে প্রচার করতে হবে।

এই জেলার দলের সবাইকে দলকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। দলের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক এদিন জিতেন্দ্র তেওয়ারিকে তার উপর হামলার প্রসঙ্গে মন্তব্য করা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, যে বলে পান্ডবেশ্বরে তালিবানি সন্ত্রাস চলছে, সে নিজেই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী।

প্রসঙ্গতঃ জিতেন্দ্র তিওয়ারি মঙ্গলবার পান্ডবেশ্বরের বহুলায় তৃণমূল সমর্থকদের হাতে ঘেরাও হওয়ায় পরে সেখানে তালিবানি সন্ত্রাস হচ্ছে বলেছিলেন। অভিজিৎ ঘটক আরো বলেন, ঐ ব্যক্তি পান্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোল পুরনিগমের মেয়র ৫ বছর থেকে কি করেছেন, সবাই এখন তা বুঝতে পারছেন।


আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের দায়িত্বে থাকা ভি শিবদাসন তরফে দাসু বলেন, দলের সংগঠন মজবুত ও রাজ্য সরকারের প্রকল্পকে মানুষের কাছে নিয়ে যেতে হবে সবাইকে। আমরা কেউ নেতা নই। সবাই দলের কর্মী। তিনিও এদিন আরো একবার জিতেন্দ্র তেওয়ারিকে আক্রমন করেন। ভি শিবদাসন তরফে দাসু বলেন, ৫ বছর আগে তো ফুটপাতে ছিলেন। দল তাকে সেখান থেকে তুলে পদ ও জায়গা দিয়েছিলো। তার এখন কি অবস্থা ও কোথায় কিভাবে থাকে তা সবাই জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *