ASANSOL

Duare Sarkar তারিখ বাড়ানো হল, চেয়ারপারসন পরিদর্শন করলেন, ১০ থেকে ১৫ পর্যন্ত দেখুন কোথায় কবে হবে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
দুয়ারে সরকার শিবিরের তারিখ বাড়ানো হল, আসানসোল কর্পোরেশন এর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন পরিদর্শন করেন দুয়ারে সরকার ক্যাম্প। আসানসোল শহরের ৩ নং বরো এলাকায় আজ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে। কর্পোরেশন কমিশনার নিতিন সিংহানিয়া বলেন, সব জায়গা নির্বিঘ্নে ক্যাম্প চলছে এবং সেখানে মানুষের প্রচুর ভিড় হয়েছে। মানুষের সুবিধার জন্য, ক্যাম্পের তারিখ বাড়ানো হয়েছে, এখন ২ দিনের পরিবর্তে, প্রতিটি বরোতে ৩ দিনের ক্যাম্প হবে।

চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি রেলপারের অরুণোদয় স্কুল, এনসি লাহিড়ী স্কুল সহ বিভিন্ন স্থানে ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন যে ওই ক্যাম্পগুলিতে সমস্ত স্কিমের সুবিধা পাবেন, মনে রাখবেন শিবিরের দিন বাড়ানো হয়েছে।

Leave a Reply