DURGAPURNewsPolitics

দুর্গাপুরে কংগ্রেসের Bike Rally

বেঙ্গল মিরর, ইন্দ্রভুষণ ঝাঁ, দুর্গাপুর: আজ দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু করা কৃষক বিরোধী কালা কানুনের প্রতিবাদে , নিত্যপণ্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে , রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে, বেকার যুবকদের কর্মসংস্থান দাবিতে ও তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি বিরূদ্ধে পশ্চিম বধমান জেলা কংগ্রেসের উদ্যোগ এক অভিনব বাইক রেলি উদ্যোগ করা হয়।

এই বাইক রেলি কাশীরাম দাস রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত পরিএমা করে, মিছিলে নেতৃত্ব দান করেন জেলা কংগ্রেসে সভাপতি তরুন রায় , পুলিশের অনুমতি না থাকা সততেও কেন এই রেলি করেন, এক সাংবাদিককে এই পশনের উওরে বলেন দুর্গাপুরে তৃণমূল ও বিজেপি ছারা কোনো রাজনৈতিক দল কোনো কমশুচির জন্য কোনো অনুমতি পায় না, এখানে পুলিশ তৃণমূলের ইসারাতেই চলে, ওনার সাথে এই কর্মসূচী কে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নং ব্লক কংগ্রেসে সভাপতি পুনেনদু পাণ্ডা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রানা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply