দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শন করলেন, ডিভিশনাল কমিশনার, পুর কমিশনার নিতিন সিংঘানিয়া
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প গুলিতে সাধারণ মানুষ যাতে আরো বেশি করে অংশ গ্রহণ করতে পারে।তার জন্য দ্বিতীয় বর্ষের জন্য ১৬ ই আগস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের প্রতি গ্রাম পঞ্চায়েত ও পৌর এলাকায় চলবে দুয়ারে সরকার ক্যাম্প। আর তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আসানসোল শহরের গুপ্তা কলেজে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শন করলেন, ডিভিশনাল কমিশনার বর্ধমান রেঞ্জের বিজয় ভারতী ও আসানসোল পুরোনিগমের কমিশনার নিতিন সিংঘানিয়া।




মূলত আসানসোল এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের জন্য চলছে ওই ক্যাম্প। আর এদিন সেই ক্যাম্পে সরকারি প্রকল্প গুলির সুবিধা পেতে ওই এলাকার সাধারণ মানুষেরা লাইনে দাঁড়ায় ওই কলেজ চত্বর জুড়ে। আর এদিনের এই ক্যাম্প পরিদর্শন করেন তৃণমূল নেতা সুজন দাঁ। এদিন তিনি বলেন শুধু লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য এই ক্যাম্পে খোলা হয়েছে বারোটি কাউন্টার। পাশাপাশি এদিন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এদের বেশির ভাগই রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী ও নতুন করে ঘোষণা করা রাজ্য সরকারের নতুন করে ঘোষণা করা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার জন্যই তারা এই লাইনে দাঁড়িয়েছে।
আর এই প্রকল্পে তফসিলি জাতি ও উপ জাতির মহিলারা পাবেন মাসে হাজার টাকা ও সাধারণ মহিলারা পাবেন প্রতি মাসে পাঁচশো টাকা করে। পাশাপাশি কেউ কেউ আবার রয়েছে তাদের জাতির সংসাপত্র সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্যও। তবে এদিনের এই ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।