বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন আসানসোল প্রেস ক্লাবে, আলোচনা সভার সঙ্গে চিত্র ও ক্যামেরা প্রদর্শনী
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ আগষ্টঃ বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে আসানসোলের বিএনআর ব্রিজ সংলগ্ন আসানসোল মিউনিসিপ্যাল মার্কেটে আসানসোল প্রেস ক্লাবে আলোকচিত্র বিষয় নিয়ে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। একইসঙ্গে শতাধিক বছরের বিভিন্ন ক্যামেরা প্রদর্শনীও করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।




পুর প্রশাসক বলেন, খুব ভালো উদ্যোগ। এছাড়াও ছিলেন নাট্যকার স্বপন বিশ্বাস , সাহিত্যপ্রেমী অনিরুদ্ধ দাশগুপ্ত, ফটোগ্রাফার পুলক দাস, শৈলেন সরকার , চন্দ্রানী চট্টোপাধ্যায় ,অজয় দাঁ,নিরঞ্জন কর্মকার । ৬০টি ছবি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসানসোল প্রেস ক্লাবের সদস্য ও ফটোগ্রাফার গৌর শর্মা ।এছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিক শিবানী মালখন্ডী, দেবযানী সিনহা, উৎপল দত্ত, সৌরদীপ্ত সেনগুপ্ত, সমাজ কর্মী মহঃ সোহেল, সাংস্কৃতিক কর্মী ভারতী বন্দোপাধ্যায় ও পাপড়ি সিনহা সহ আরও অনেকে।