ASANSOLASANSOL-BURNPURBengali News

কৌশিক সহ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির


বেঙ্গল মিরর, কাজল মিত্র ও সৌরদীপ্ত সেনগুপ্ত: কোন নোটিস ছাড়াই বিজেপির তিন কর্মী কে গতকাল রাতে পুলিশ ধরে এনেছে, এই অভিযোগ তুলে আসানসোল হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেত্বৃত্যে ।তাদের অভিযোগ কোন রকম কাগজ না দেখিয়ে এই তিন কর্মী কে গ্রেপ্তার করে পুলিশ । কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি ও বিজেপির জেলা কনভেনার শিবরাম বর্মন ।এই অভিযোগে শুক্রবার সকাল থেকে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা।পুলিশ শুক্রবার সকালে ধৃত তিনজন রাজিব সাহা,কৌশিক ও বসন্ত রায়কে , আসানসোল আদালতে পাঠায় ।

Leave a Reply