ASANSOL

লায়ন্স ক্লাব আসানসোল নর্থের নতুন কমিটি

বেঙ্গল মিরর,  আসানসোল ঃ লায়ন্স ক্লাব আসানসোল নর্থের 15 তম প্রতিষ্ঠা দিবস আয়োজিত হলো। নতুন  কমিটি গঠন করা হয়ে। নতুন কমিটিতে দেবশ্রী মজুমদারকে সভাপতি, অনুশ্রী ব্য়ানার্জি কে সম্পাদক ও পূজা পূইতন্ডি কে কোষাধ্য়ক্ষ, কুন্তল মুখার্জিকে মেম্বারশিপ চেয়ারম্য়ান করা হয়েছে । নতুন কমিটির পদাধিকারীরা বলেন লায়ন্স ক্লাব সারা বিশ্ব জূড়ে সমাজসেবামূলক কাজ করে। করোনা আবহতে ও লায়ন্স উল্লেখ্য়যোগ্য় কাজ করেছে। এই অনুষ্ঠান্নে উপস্থিথ ছিলেন লায়ন অম্বিকা মুখোপাধ্য়ায়, প্রদীপ ঘটক, তাপস মজুমদার সহ অন্য়ানরা। 

Leave a Reply