ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ডিপিও অফিসে 13 দফার দাবি নিয়ে দ্বারস্থ হলেন কর আদায়কারী কর্মীরা

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, আসানসোল-: আজ আসানসোল ডি,পি,ও অফিসের সামনে বারাবনি সালানপুর জামুরিয়া রানিগঞ্জ সহ গোটা পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েতের কর আদায়কারী কর্মীরা আজ একটি ডেপুটেশন জমা দেয়। যার মধ্যে লেখা রয়েছে তাদের ১৩ দফা দাবি। তাদের মূলত দাবী হল তাদের মাসিক বেতন রয়েছে। বর্তমান সময়ে তাদের মাসিক বেতন হল 700 টাকা। যা বাড়িয়ে 10000 টাকা করতে হবে। এবং তাদের কাজকে স্থায়ীকরণ করতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডি,পি,ও অফিসে ডেপুটেশন দেন এবং তাদের একটি প্রতিনিধি দল ডিপিও অফিসারের কাছে স্মারকলিপি জমা দেয়। এই ব্যাপারে রিঞ্জন ঘোষ বলেন যে তারা ডি পি ও অফিসারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তার দ্বারা যতদূর সম্ভব কাজ করবেন এবং বাকি কাজের জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন।

আসানসোলের জিটি রোডে আতঙ্ক, চলন্ত পুলিশের গাড়িতে আচমকাই আগুন


আক্রমনাত্মক সায়নী ঘোষ, আবার খেলা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী, আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী

Leave a Reply